• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুলিশ পরিচয়ে গরু ব্যবসায়ীদের টাকা আত্মসাৎ

  সারাদেশ ডেস্ক

৩০ জুন ২০২০, ২৩:৩৩
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে তিন গরু ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলা সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নতুন বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলার ভাদগ্রামের গরু ব্যবসায়ী আমিনুর রহমান একই এলাকার নয়াপাড়ার মজিবুর রহমান ও আন্দিপাড়া গ্রামের বাচ্চু মিয়া সকালে বাড়ি থেকে একটি অটোরিকশায় দেওহাটা গরুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। পথে মহাসড়কের মির্জাপুর নতুন বাইপাসে পৌঁছালে তিনজন অপরিচিত ব্যক্তি লকডাউন চলছে বলে রিকশা আটকিয়ে তাদের নামিয়ে দেন। পরে তারা হেঁটে গরুর হাটের উদ্দেশ্যে রওনা দেন। ২০০ গজ সামনে এগিয়ে যাওয়ার পর প্রতারক চক্রের অন্য দুই সদস্য নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই তিন গরু ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এসময় গরুর হাটে জাল টাকার ব্যবহার হচ্ছে জানিয়ে তাদের সঙ্গে থাকা টাকা জাল কিনা তা পরীক্ষা করতে হবে বলে জানান। পরে মজিবুর রহমানের নিকট থাকা ৬০ হাজার এবং আমিনুর রহমানের ৪০ হাজার টাকা বের করে দিলে পাশে দাঁড়ানো থাকা প্রাইভেটকার যোগে প্রতারক চক্র চোখের নিমিশে চম্পট দেন। এ ঘটনার পর গরু ব্যবসায়ীরা বাইপাসে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ঘটনাটি মৌখিকভাবে জানালেও থানায় কোন লিখিত অভিযোগ দেননি বলে জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমানের বলেন, এ ধরনের কোন ঘটনার কথা তার জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড