• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল!

  সারাদেশ ডেস্ক

৩০ জুন ২০২০, ২১:৪৮
গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল!
গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল!

টাঙ্গাইলে রাবনা বাইপাস এলাকা থেকে প্রাইভেটকারের ভিতরে গ্যাস সিলিন্ডার থেকে ৩৭৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার, মোবাইল ও টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ কর্মকর্তা মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত প্রেস বিফিংয়ে এসব তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন জয়পুরহাট জেলার বিষ্ণপুর এলাকার মো. সাইদী (২২) ও মো. বাবলু প্রামানিক।

র‌্যাব কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের রাবনা বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রাইভেটকারে থাকা ৩৭৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতরে দীর্ঘদিন যাবত ফেনসিডিল নিয়ে টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন জেলায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড