• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলনবিলে পাখি রক্ষায় পরিবেশ কর্মীদের প্রচারণা

  সারাদেশ ডেস্ক

৩০ জুন ২০২০, ১৭:৪৭
পরিবেশ কর্মীদের প্রচারণা
পরিবেশ কর্মীদের প্রচারণা

চলনবিলের জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার বন্ধে প্রচারণা শুরু করেছেন স্থানীয় পরিবেশ কর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলার নাটোরের সিংড়া উপজেলার কলম এলাকায় এই প্রচারণা চালানো হয়। এসময় কলম ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ওষুধি বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন পরিবেশ কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন- কলম ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কবীর, উপাধ্যক্ষ আবুল হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মনোয়ার সুলতান প্রমুখ।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, প্রতি বছরের ন্যায় চলনবিলের পাখি শিকার বন্ধ ও বিল পারের মানুষদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন বাজারে লিফলেট বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড