• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদ্মায় স্রোতের তীব্রতায় ফে‌রি চলাচল ব‌্যাহত

  সারাদেশ ডেস্ক

৩০ জুন ২০২০, ১৬:৫৯
ফাইল ছবি
ফাইল ছবি

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে পদ্মার পানি বেড়ে যাওয়ায় স্রোত বে‌ড়ে‌ছে। ফলে ফেরি চলাচলে ব্যাঘাত ঘটছে। কয়েকদিন পূর্ব থেকেই স্রোতের শুরুতে চলমান চ্যানেলের পরিবর্তে নতুন চ্যানেল দিয়ে ফেরি চলাচল করছে। এতে করে পদ্মা পারাপারে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তিনগুণ সময় লাগ‌ছে। তবে আজ (৩০ জুন) স্রোতের তীব্রতা অতিরিক্ত বেড়ে যাওয়ায় আরো বেশি ধীর গতিতে ফেরি চলাচল করছে।

নৌরুটের কাঁঠালবাড়ী ঘাটে আটকে আছে প্রায় ৫ শতাধিক পণ‌্যবাহী ট্রাক।

কাঁঠালবাড়ী বিআইডব্লিউটিসি'র সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরো জানায়, কয়েকদিন ধরেই পদ্মায় পানি বৃদ্ধি পেয়েছে। পানি বাড়ার সাথে সাথে স্রোতের তীব্রতাও ব্যাপকভাবে বাড়তে থাকে। ফলে নৌরুটে ফেরি চলাচল সীমিত আকারে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে ফেরির সংখ্যা আরো কমানো হয়েছে। বর্তমানে নৌরুটে নতুন চ্যানেল দিয়ে নয়টি ফেরি চলাচল করছে।

কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানান, ৫, ৬ দিন ধরে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে আছে। যাত্রীও ভোগান্তিতে রয়েছে অসংখ্য।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, 'স্রোতের সাথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে নয়টি ফেরি চলছে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ভারী পণ্যবাহী পরিবহন সহ প্রায় পাঁচ শতাধিকেরও বেশি ট্রাক।'

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড