• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঠাকুরগাঁওয়ে ৭ দিনে ১০ জনের মৃত্যু

  ঠাকুরগাঁও প্রতিনিধি

২৬ জুন ২০২০, ১৫:২০
ঠাকুরগাঁও
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে গত ৭ দিনে পৃথক ঘটনায় ১০ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় ৪ জন, বজ্রপাতে দুজন, গলায় ফাঁস দিয়ে দুজন, জমিজমা সংক্রান্ত বিরোধে একজন ১ এবং পানিতে ডুবে এক শিশুর মৃত্যুসহ মোট ১০ জনের প্রাণ গেছে অস্বাভাবিক ভাবে।

গত ২৫ জুন রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। ওইদিন দুপুরে মাছ ধরতে গিয়ে রাণীশংকৈল উপজেলার ধর্মগড় রাজাদিঘী গ্রামের টংকনাথ রায়ের ছেলে শান্ত রায় ও পীরগঞ্জ উপজেলার কোষারাণীগঞ্জ গ্রামের গরুরা গ্রামের হামিদুর রহমানের ছেলে আজিমুল হকের ধান খেত দেখত গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়।

এদিকে একই দিনে রাণীশংকৈল উপজেলার আরাজী চন্দনচহট মালবস্তী গ্রামের মজিবর রহমান স্ত্রীর শোকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

গেল ২৪ জন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা ১নং ওয়ার্ডের চেচারু বর্মনের স্ত্রী বাসন্তী রানী চিকিৎসার টাকার অভাবে রোগমুক্তি পেতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গত ২৩ জন রাণীশংকৈল উপজেলায় জমিজমা সংক্রান্ত জেরে কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামে চাচার আঘাতে জামাল উদ্দীন (৫৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওইদিন দুপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র জামালের বড় ভাই রমজান আলীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

এদিকে একই দিনে বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের কাদশুকা নামক স্থানে ট্রাক-পাগলুর মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়। ঘটনাস্থলে দুজন, হাসপাতালে নেয়ার পথে একজন এবং পরের দিন চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনা নিহতরা হলেন-সাদেকুল ইসলাম (৪২), ইয়াকুব আলী (৬০), নিহার বানু (৪৪) ও সহিদুল ইসলাম (৪৫)।

এদিকে গেল ২১ জুন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নিখোঁজের একদিন পর জুলফিকার হাসান জয় নামে ৫ম শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। ওই স্কুলছাত্রী আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার বাড়ী ভানোর ইউনিয়নের বাঙ্গাটুলি গ্রামের। কালমেঘ স্কুলের সহকারী শিক্ষক হযরত আলীর ছেলে সে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান, রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান, পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় এবং সদর থানার ওসি তানভীরুল ইসলাম স্ব-স্ব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড