• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১৯'শ ছাড়ালো, মৃত ৪৬

  মুন্সিগঞ্জ প্রতিনিধি

২৫ জুন ২০২০, ১৯:৩২
মুন্সিগঞ্জ
ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯১৪ জনে। এ পর্যন্ত সংক্রমিত ব্যক্তিদের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো দুইজন ব্যক্তি। এ পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ৪৬ জন। পাশাপাশি সুস্থ হয়েছেন ৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯৭ জন।

বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

এসময় সিভিল সার্জন বলেন, গত ২৩ জুন ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে ২০৭ জনের ফল এসেছে। সেখানে ৩৪ জনের করোনা 'পজিটিভ' হওয়ার কথা জানানো হয়। সে হিসেবে ওইদিন পরীক্ষা করা নমুনার ১৬ দশমিক ৪২ শতাংশ মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিকে, গজারিয়া উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় একব্যক্তি মারা গেছেন ও শ্রীনগর উপজেলায় আরেক ব্যক্তি মারা যাবার পর করোনা শনাক্ত হয়েছেন।

'সাধারণ মানুষ করোনা পরীক্ষা করতে পাড়ছেন না' এমন অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, যারা নমুনা দিতে আসছে আমরা সবার নমুনাই সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাব পাঠাচ্ছি। এছাড়া যাদের করোনা উপসর্গ নেই তাদের চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন পাশাপাশি ব্যবস্থাপত্রে ওষুধ লিখে দেওয়া হচ্ছে ।

নতুন সংক্রমিত ৩৪ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার ১৫ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৪ জন, সিরাজদিখান উপজেলায় ৩ জন, লৌহজং উপজেলায় ৪ জন, শ্রীনগর উপজেলায় ১ জন ও গজারিয়া উপজেলায় ৭ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২১৫ জনসহ এ পর্যন্ত জেলার মোট ৯ হাজার ৪৭৭ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতোমধ্যে ৮ হাজার ৮৮১ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ৫৯৬ জন।

এ পর্যন্ত সদর উপজেলায় ৮১৭ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ১৮০ জন, সিরাজদিখান উপজেলায় ২৯৬ জন, লৌহজং উপজেলায় ২৫৭ জন, শ্রীনগর উপজেলায় ১৭২ জন ও গজারিয়া উপজেলায় ১৯২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলায় করোনায় মৃত মোট ৪৬ জনের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৩ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন, শ্রীনগর উপজেলায় ৩ জন, লৌহজং উপজেলায় ৫ জন ও গজারিয়া উপজেলায় ১ জন মারা গেছেন।

অন্যদিকে, টঙ্গিবাড়ী উপজেলায় ৫ জন, সিরাজদিখান উপজেলায় ১৯ জন, শ্রীনগর উপজেলায় ১৩ জন ও গজারিয়া উপজেলায় ৫ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন । এ নিয়ে মুন্সিগঞ্জ জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ৫৯৭ জনে। এর মধ্যে সদর উপজেলায় ১৮০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৪২ জন, সিরাজদিখান উপজেলায় ১৪৮ জন, লৌহজং উপজেলায় ৮২ জন, শ্রীনগর উপজেলায় ৭৫ জন ও গজারিয়া উপজেলায় ৭০ জন সুস্থ হয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড