• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবিতে মানববন্ধন

  ফরিদপুর প্রতিনিধি

২৪ জুন ২০২০, ১২:৩৭
ফরিদপুর
মানববন্ধন

উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে প্যানেলে নিয়োগের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে ডিপ্লোমা কৃষিবিদ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও নিয়োগ বঞ্চিত ছাত্র-ছাত্রীরা। ৩০টি জেলায় একযোগে কর্মসূচী পালনের অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে প্রায় আধঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান। উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি জাকিয়া সুলতানা, সহ-সভাপতি রইচউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আল-আমীন হোসেন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে তারা বলেন, ১ হাজার ৬৫০ টি পদে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ-২০১৮ প্রক্রিয়ায় জেলা কোঠা মানা হয়নি। কিছু কিছু জেলায় কোন প্রার্থীই নিয়োগ পাননি। আবার কিছু জেলায় একাধিক প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। এভাবে দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

বৈষম্যের শিকার হয়ে ইতিমধ্যে একজন চাকরী প্রার্থী আত্মহত্যা করেছেন। অনেকে চরম হতাশায় ভুগছেন। তারা সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় কৃষি খাতকে সরকারের গুরুত্ব দেয়ার বিষয়টি তুলে ধরে বি তদের ৩ হাজার ৪৬৪ জনকে প্যানেল করে নিয়োগ দেয়ার জোর দাবি জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড