• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৭

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

২৪ জুন ২০২০, ১১:৫১
চুয়াডাঙ্গা
ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গায় প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় এ জেলায় চিকিৎসকসহ নতুন করে ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯৬ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন ও মারা গেছেন ২ জন।

আজ বুধবার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ২০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের একজন মেডিকেল অফিসার, আলমডাঙ্গা হাড়ুকান্দি গ্রামে এক স্বাস্থ্য সহকারী ও একই পরিবারে ব্যাংক কর্মকর্তা তার স্ত্রী ও শিশুকন্যাসহ ৫ জন রয়েছে।

এদিকে, গতরাতে আলমডাঙ্গার হাড়োকান্দি গ্রাম, জীবননগর পৌর এলাকার ৪টি ওয়ার্ডের আংশিক ও দর্শনা পৌর এলাকার ২নং ওয়ার্ডের আংশিক এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে। এর আগে গত ১৬ জুন থেকে দর্শনা পৌর এলাকার দুটি ওয়ার্ড আংশিক রেড জোন হিসাবে ঘোষণা করা হয়। অপরদিকে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে সাধারণ রোগে (ননকোভিড) চিকিৎসাধীন এক রোগীর করোনা শনাক্ত হয়েছে। ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ড।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৯৬ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ১১০ জন ও মারা গেছেন ২ জন। হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৮৪ জন। আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে একজনকে। সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড