• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভৈরবে নতুন করে আরও ৩৬ জন করোনায় আক্রান্ত

  ভৈরব প্রতিনিধি

২১ জুন ২০২০, ১৩:২৯
ভৈরব
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে আবার আরও ৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৬০ জন।

এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে শহরের টিনপট্টি এলাকায় আরো একজনের মৃত্যু হয়েছে। ফলে উপজেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে।

রবিবার সকালে এই তথ্য নিশ্চিত করেন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. বুলবুল আহমেদ।

তিনি আরো জানান, করোনায় আক্রান্তের মধ্যে অধিকাংশ রোগী পৌর শহরের। এছাড়াও এ পর্যন্ত ২ হাজার ২২৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে ১ হাজার ৯৯২টি নমুনায় ৪৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা কিশোরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে অধিক বা জেলার সদরের তুলনায় দ্বিগুণ সংখ্যক রোগী ভৈরবে।

ফলে দিন যতই যাচ্ছে, ততই ভৈরবের অবস্থা অবনতি হচ্ছে। এদিকে স্বাস্থ্য বিধি না মেনে অনেকেই অবাধে ঘোরাফেরা করছেন। মানছে না সামাজিক দূরত্ব। আবার কেউ কেউ মুখে মাস্ক পর্যন্ত পড়ছে না। ফলে প্রাণঘাতী করোনার সংক্রমণ নিয়ে চারদিকে আতঙ্ক বিরাজ করছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড