• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

১৬ জুন ২০২০, ০৯:২৬
ঈশ্বরদী
ছবি : সংগৃহীত

ঈশ্বরদীতে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রিয়াজুল সরদার (৪৫) নামের এক সবজি বিক্রেতা ব্যক্তি মারা গেছেন।

সোমবার (১৫ জুন) বিকেলে পাকশী ইউনিয়নের বাঘইল দোতলা সাঁকো এলাকায় তিনি ট্রেনে কাটা পড়েন। রাজশাহী-খুলনা রুটে এ ট্রেনটি চলাচল করে।

তিনি উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত রেজান সরদারের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানা সূত্র জানায়, নিহত রিয়াজুল সোমবার বিকেলে ঈশ্বরদী রেলগেট এলাকা থেকে পায়ে হেঁটে বাঘইল কলপাড়ায় ভাগ্নি জামাই আব্দুর রশিদের বাড়িতে আসছিলেন। ট্রেনটি বাঘইল দোতলা সাঁকো এলাকা অতিক্রম করার পর তার খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ। পরে ময়নাতদন্ত ছাড়াই আত্মীয়-স্বজনের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা জানা গেছে, রিয়াজুল রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় পেছন থেকে ট্রেন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের উপপরিদর্শককে (এসআই) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড