• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুপিয়ে যুবকের পা বিচ্ছিন্ন করা দুই আসামি র‍্যাবের খাঁচায়

  এস আর অনি চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি

১৫ জুন ২০২০, ২২:০৮
সিলেট
গ্রেপ্তারকৃতরা

সিলেটের কানাইঘাট উপজেলাধীন লক্ষীপ্রসাদ পুর্ব ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে গত ২৩ মে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কয়ছর আহমদ (৩৫) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন করে দেওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

রবিবার (১৪ জুন) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি অভিযানিক দল উপ-পরিচালক মেজর শওকাতুল মোনায়েম ও এএসপি ওবাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসএমপির কোতয়ালী থানার জিন্দাবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন সিলেটের কানাইঘাট থানাধীন ছোট ফোঁদ গ্রামের সামছুদ্দিনের ছেলে ইকবাল বাহার চৌধুরী (৪০) ও এরালিগুল গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে নাজিম উদ্দিন (৩২)।

গ্রেপ্তারকৃত আসামিদের সিলেটের কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে দৈনিক অধিকারকে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

উল্লেখ্য, আটকৃতদের বিরুদ্ধে সিলেটের কানাইঘাট থানায় গত ২৪ শে মে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়। উক্ত মামলা দায়েরের প্রেক্ষিতে র‍্যাব অভিযান চালিকে তাঁদেরকে গ্রেপ্তার করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড