• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার বিষাক্ত ছোবলে সিলেটে বৃদ্ধার মৃত্যু

  সারাদেশ ডেস্ক

১৫ জুন ২০২০, ০৮:১৯
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ফাইল ছবি)

প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে সিলেটে রুফিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) রাত ৮টার দিকে জেলার ওসমানীনগর উপজেলার নিজ বাড়িতে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

নিহত ওই বৃদ্ধা উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের আনোয়ারপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। বর্তমানে তাদের পরিবার গোয়ালাবাজার স্কুল রোড এলাকায় বসবাস করছেন।

উপজেলার করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. আবু সাকিব মো. আব্দুল্লাহ চৌধুরী বলেন, গত ১২ জুন উপসর্গ নিয়ে ওই বৃদ্ধা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হন। পরে ওইদিনই তার করোনার নমুনা সংগ্রহ করা হয়। একপর্যায়ে রবিবার (১৪ জুন) বিকালে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ওই বৃদ্ধাকে বাসায় নিয়ে যান। এরপর রাত আনুমানিক ৮টার দিকে তার মৃত্যু হয়।

এ দিকে, মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে তার করোনা পজিটিভ জানিয়ে আমাদের কাছে রিপোর্ট এসেছে।

বিষয়টিতে স্থানীয় গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক বলেন, করোনা পজিটিভ খবর পাওয়ার পর ওই নারীর দাফন সরকারি স্বাস্থ্যবিধি মেনে করার জন্য তাদের পরিবারকে বলা হয়েছে। তারা অপারগ হলে প্রশাসনের উদ্যোগে দাফনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন : সিলেটের সাবেক মেয়র কামরান আর নেই

উল্লেখ্য, এ নিয়ে সিলেট বিভাগে মোট ৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। এর মধ্যে ৩৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় চার জন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড