• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

পঞ্চগড়ে টেলিমেডিসিন অপারেটরসহ ৪ জনের করোনা শনাক্ত

  পঞ্চগড় প্রতিনিধি

০৪ জুন ২০২০, ০৯:২৪
পঞ্চগড়
পঞ্চগড় সিভিল সার্জন

পঞ্চগড়ে নতুন করে স্বাস্থ্য কর্মীসহ আরো চার জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮৪ জনে পৌঁছালো।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় দুইজন এবং তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলায় একজন করে দুজন।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্ত ওই স্বাস্থ্যককর্মী তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেলিমেডিসিন অপারেটর। করোনা সন্দেহে নমুনা সংগ্রহের পর থেকেই তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে ছিলেন।

এদিকে সদর উপজেলার আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি পঞ্চগড় পৌর এলাকার রৌশনাবাগে। অপর জন মাগুরা ইউনিয়নের আয়মা ঝলই এলাকার। আর দেবীগঞ্জ উপজেলার আক্রান্ত কিশোরীর বাড়ি সদর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায়। তারা তিনজনই ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী।

গত ৩০ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর বুধবার তাদের করোনা পজিটিভ এসেছে।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত মোট এক হাজর ৩৯৬ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ২২৩ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে ৮৪ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। ১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন এবং দুই জনের মৃত্যু হয়েছে। বাকীদের আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড