• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় মৃত দুই পুলিশের পরিবারকে পুলিশের সহায়তা

  সারাদেশ ডেস্ক

০৩ জুন ২০২০, ১৭:১২
পরিবারকে পুলিশের সহায়তা
করোনায় মৃত দুই পুলিশের পরিবারকে পুলিশের সহায়তা

ঢাকায় কর্মরত অবস্থায় করোনাযুদ্ধে মৃত্যুবরণকারী পুলিশের এসআই সুলতানুল আরেফীন ও ট্রাফিক কনস্টেবল আশিক মাহমুদের পরিবারকে চার লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটনের কমিশনার শফিকুল ইসলামের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।

বুধবার সকালে জেলা পুলিশের কার্যালয়ের সামনে মৃত দুইজন পুলিশ সদস্যের পরিবারের কাছে এ অনুদান তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন। এসময় জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতি পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হয়।

সম্প্রতি কারোনাভাইসে আক্রান্ত হয়ে ঢাকা বিমান বন্দর এলাকার ট্রাফিক কনস্টেবল আশিক মাহমুদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগের এসআই সুলতানুল আরেফিন মৃত্যুবরণ করেন। মৃত ট্রাফিক কনস্টেবল আশিক মাহমুদের বাড়ি মেলান্দহ উপজেলার ঝাউগড়া গ্রামে এবং এসআই সুলতানুল আরেফিনের বাড়ি সদর উপজেলার হাজিপুর ফকিরপাড়া গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ বাছির উদ্দিন জানান, জনগণের সেবা করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা যান এই দুই পুলিশ সদস্য। তারা ডিএমপিতে কর্মরত ছিল। তাদের পরিবারকে সহায়তার জন্য চার লাখ টাকার নগদ অর্থ পাঠান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। এই অর্থ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জামালপুর জেলা পুলিশ সবসময় এই দুই পরিবারের পাশে রয়েছে বলে জানান তিনি।

করোনায় আক্রান্ত হয়ে মৃত ট্রাফিক কনস্টেবল আশিক মাহমুদের স্ত্রী মমতাজ আক্তার সুমি বলেন, পুলিশ এই আর্থিক সহায়তা তার পরিবার পরিচালনায় সাহায্য করবে। পুলিশের এমন সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানান বাংলাদেশ পুলিশকে। এছাড়া তার সন্তানদের জন্য সরকারি চাকরি আবেদন করেন তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড