• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে বরফ কল বিস্ফোরণে শ্রমিক নিহত

  ময়মনসিংহ প্রতিনিধি

০২ জুন ২০২০, ২০:৫১
ময়মনসিংহ
নিহত শ্রমিকের মরদেহ

ময়মনসিংহ নগরীর সানকিপাড়া বাজারে বরফ কল বিস্ফোরণে শাহ আলম (২৩) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মালিকসহ আরো এক শ্রমিকের বিস্ফোরণে হাত উড়ে যাওয়ায় তাদের মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া বাজারে হঠাৎ বরফ কল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই নিহত বরফ কল শ্রমিক শাহ আলম ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

স্থানীয়দের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক ও নগরীর ৩নং ফাড়ির ইনচার্জ দুলাল আকন্দ বলেন, ‘নগরীর সানকিপাড়া বাজারের মাছ ব্যবসায়ীদের বরফ দেয়ার জন্য স্থানীয় বহুরুলের বরফ কলে প্রতিদিনের মতো মালিকসহ দুই শ্রমিক কাজ করছিলেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বিস্ফোরণের এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই শ্রমিক শাহ আলমের মৃত্যু হয়। এসময় ফারুক (৫০) নামে আরও এক বরফকল শ্রমিকের হাত উড়ে যাওয়ায় মারাত্মক আহত হয়েছেন তিনি। এছাড়াও বরফকল মালিক বহুরুল (৪৫)ও সামান্য আহত হয়েছেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় নিহত শাহ আলমের লাশ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত ফারুক ও মিল মালিক বহুরুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক)হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড