• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু

  নওগাঁ প্রতিনিধি

০২ জুন ২০২০, ২০:৪০
নওগাঁ
ছবি : সংগৃহীত

নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নওগাঁয় মৃতের সংখ্যা দাঁড়ালো চার জনে।

মঙ্গলবার (০২ জুন) বিকেলে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শফিউর রহমানের (৫৫) মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর সুনিশ্চিত করেন রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

শফিউর রহমান নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা গ্রামের মৃত- ওবাইদুল হকের ছেলে। সে বন কর্মকর্তা হিসাবে খুলনায় কর্মরত ছিলেন।

করোনা ভাইরাসে মৃত শফিউর রহমান সপরিবারে রাজশাহীতে বসবাস করতেন।

গত শনিবার জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেদিনই তাকে আইসিউতে নেয়া হয়। রোববার তার নমুনা সংগ্রহ করা হয়। সোমবার তার নমুনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট আসে। মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।

এ নিয়ে নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার । এদের মধ্যে নওগাঁর এক পুলিশ সদস্য রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরেকজন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ এলাকার সুলতান পুর গ্রামের শাহাজাহান আলী মারা যান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

এরপর গতকাল রাতে নিজ বাড়িতে মারা যান সাবেক ফুটবলার ও কাপড় ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু।

নওগাঁ জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নওগাঁয় মোট ১৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৮ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড