• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তালতলীতে আরো একজন করোনা আক্রান্ত

  তালতলী প্রতিনিধি, বরগুনা

০২ জুন ২০২০, ০৯:০৯
বরগুনা
ছবি : সংগৃহীত

বরগুনার তালতলীতে আরো একজন করোনা আক্রান্ত এনিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দুইজন।

সদ্য আক্রান্ত ঐ ব্যক্তি উপজেলা টিএনটি রোডের বাসিন্দা ও পেশায় ফার্মেসী দোকানদার।

সোমবার (১ জুন) রাতে বিষয়টা নিশ্চিত করেন তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা.ফাইজুর রহমান।

ডা. ফাইজুর রহমান জানান, গত ২৯ মে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসে পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাবে পাঠানো হয়। সোমবার রাতে ওই ফার্মেসী দোকানদারের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তি উপজেলা সড়কের একজন ঔষধের দোকানদার ও টি এন্ড টি এলাকার বাসিন্দা।উপজেলায় এখন পর্যন্ত ১৬০ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়।এখন পর্যন্ত এ উপজেলায় দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আক্রান্ত ব্যক্তি জানান, তিনি গত শুক্রবার টেস্ট করার জন্য কোন মানুষ ছিল না তাই সে করোনা টেস্ট করার জন্য আগ্রহী হয় তার কোনো উপসর্গ নেই সে সুস্থ আছে কিন্তু রিপোর্ট আসে পজিটিভ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন এই উপজেলায় আরো একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এনিয়ে উপজেলায় দুইজন ব্যক্তি করোনা সংক্রমিত হলেন তার সংস্পর্শে যারা এসেছে তাদের সকলের নমুনা সংগ্রহ করা হবে ও তার বাড়ি আগামীকাল লকডাউন করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড