• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাগেরহাটে যুব ও নারী বান্ধব বাজেট ঘোষণা

  বাগেরহাট প্রতিনিধি

৩১ মে ২০২০, ২১:১৭
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাজেট ঘোষণা

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নে যুব ও নারী বান্ধব বাজেট ঘোষণা করা হয়েছে। কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা এবং দাতা সংস্থা একশন এইড এর সহযোগিতায় রবিবার সকালে কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনঅংশগ্রহণ, অংশিদারিত্ব, সু-শাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে যুব নারী-পুরুষসহ জনসাধারণের উপস্থিততে এ বাজেট ঘোষণা করা হয়।

কাড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও বাগেরহাট পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব কিশোর কুমার পালের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার দেবব্রত মিত্র, কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক মহিতুর রহমান পল্টন। এছাড়াও অনুষ্ঠানে বাঁধন এফোরআই প্রজেক্টের পিসি খন্দোকার মুশফিকুল ইসলামসহ ইউপি সদস্য এবং ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় ২০২০-২১ অর্থবছরের জন্য যুব নারী-পুরুষ ও শিশু উন্নয়ন, মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যোগাযোগ, কৃষি ও সেচসহ বিভিন্ন খাতে ২ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার ৫শ ৫৩ টাকার বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম। সভায় কাড়াপাড়া ইউনিয়নের যুবরা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি বাজেটে তাদের দক্ষতা উন্নয়নের জন্য বরাদ্দের দাবি জানালে চেয়ারম্যান সমস্যা সমাধান ও বরাদ্দের আশ্বাস দেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড