• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০  |   ২০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শ্রীপুরে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

  গাজীপুর প্রতিনিধি

৩১ মে ২০২০, ১৯:১৮
গাজীপুর
ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এস এস সি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পেয়ে অভিমানে গলায় ওড়না দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এক ছাত্রী।

রবিবার(৩১ মে) দুপুরে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মহাখালী বাজার এলাকার নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মানসুরা আক্তার (রীমা) (১৭) নারায়নপুর গ্রামের প্রবাসী হান্নান মোল্লার মেয়ে। সে লতিফপুর হাইস্কুল থেকে ২০২০ সালের এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

স্বজনদের সাথে কথা বলে জানা যায়, নিহত মানসুরা আক্তার রীমা গোসিংগা ইউনিয়নের লতিফপুর হাইস্কুল থেকে এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো, আজ ফলাফল ঘোষণার পর সে জানতে পারে সে দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে। এটা জানার পর রীমা মানসিকভাবে ভেঙে পড়ে। পরে নিহতের মা আনুমানিক ১ টার সময় তার ঘরে গিয়ে দেখেন রীমা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে। পরে তার মা ও ফুফু তাড়াতাড়ি করে তাকে উদ্ধার করে নিচে নামিয়ে আনেন। এসময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে দেখে রীমা আর জীবিত নাই।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এস আই) আলাউদ্দিন স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় রীমা আত্মহত্যা করেছে। গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুপারিশ ও স্বজনদের কোন অভিযোগ না থাকায়, তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড