• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমতলীতে বজ্রপাতে আলিম পরীক্ষার্থী নিহত

  আমতলী প্রতিনিধি, বরগুনা

৩১ মে ২০২০, ১৭:১৩
বরগুনা
ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে বজ্রপাতে বাইজিদ আহম্মেদ সোহাগ (২২) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছে। বজ্র বৃষ্টির মধ্যে সে বিলে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন।

আজ রবিবার দুপুর ১টার দিকে ওই এলাকায় প্রচণ্ড বজ্র বৃষ্টি হচ্ছিল। বজ্র বৃষ্টির মধ্যে ঘাস খেতে থাকা তাদের পালিত গরু আনতে বিলে যায়। পথিমধ্যে সে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যুবরণ করেন। নিহত সোহাগ উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামের নিসু হাওলাদারের পুত্র। তার এ বছর আমতলী বন্দর হোসাইনিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দেওয়ার কথা ছিল।

স্থানীয় ইউপি সদস্য মো. আবু জাফর মিয়া জানান, ঘটনার সময় সোহাগ বিলে বাঁধা তাদের পালিত গরু আনতে যায়। তাদের গরুর কাছাকাছি যাওয়ার পূর্বেই বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার কাছাকাছি থাকা আব্দুল মন্নানের পালিত একটি গাভিন গরুও বজ্রপাতে মারা যায়।

আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহআলম হাওলাদার জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, বজ্রপাতে নিহত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড