• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রেন চালু হলেও মানা হচ্ছে না নির্দেশনা, একই আসনে একাধিক যাত্রী

  দিনাজপুর প্রতিনিধি

৩১ মে ২০২০, ১৬:২৮
দিনাজপুর
দিনাজপুর স্টেশন

করোনা ভাইরাস পরিস্থিতির ফলে দীর্ঘ ২ মাসেরও অধিক সময় বন্ধ থাকার পর আজ থেকে সীমিত আকারে চালু হয়েছে ট্রেন। তবে স্বাস্থ্য সুরক্ষার জন্য ১৬টি নির্দেশনা দেয়া হলেও ট্রেনে যাত্রী উঠানামা এবং আসনে বসার ক্ষেত্রে পুরোপুরি নির্দেশনা মানা হচ্ছে না।

সারাদেশে প্রথম ধাপে ৮টি ট্রেনের মধ্যে পঞ্চগড়-ঢাকা রুটে চালু হয়েছে কাঞ্চন এক্সপ্রেস আন্তঃনগর ট্রেন। আজ রবিবার পঞ্চগড় থেকে ছেড়ে দিনাজপুর রেলওয়ে স্টেশনে আন্তঃনগর এই ট্রেনটি এসে পৌঁছে দুপুর ২টা ১৫ মিনিটে। এরপর ২ টা ২০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রেলওয়ে স্বাস্থ্য সুরক্ষায় ১৬টি নির্দেশনা দিলেও দিনাজপুর রেলওয়ে স্টেশনে যাত্রী উঠা-নামার ক্ষেত্রে মানা হয়নি তেমন নির্দেশনা। স্টেশন প্লাটফর্মে দেখা যায় ভীর। স্টেশনের প্লাটফর্মে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে কোন মার্কিং না করায় যাত্রীরা উঠা-নামা করেছে সামাজিক দূরত্ব না মেনেই। এছাড়াও একই আসনে একাধিক যাত্রী বসতে দেখা গেছে।

এ ব্যাপারে দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার এবিএম জিয়াউর রহমান জানান, সরকারি নির্দেশনা মেনেই সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড