• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহ বোর্ডে প্রথমবারে এসএসসি পরীক্ষায় পাসের হার ৮০শতাংশ

  ময়মনসিংহ প্রতিনিধি

৩১ মে ২০২০, ১৫:৩৪
ময়মনসিংহ
ময়মনসিংহ বোর্ড

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে নবগঠিত ময়মনসিংহ বোর্ডে প্রথমবারে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন শিক্ষার্থী।

রবিবার (৩১ মে) ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানাযায়।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্র জানায়, এ বোর্ডের অধীনে ১ হাজার ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩১টি সেন্টারে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে, এতে পাস করেছেন ১ লাখ ১২৫ জন।এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৩৮ হাজার ৭০৫ জন, পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৫১ হাজার ৫৬৫ জন, পাসের হার ৭৩ দশমিক ৩৩ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পাস করেছে ৯ হাজার ৮৫৫ জন পাস করায় এখানে পাসের হার ৮০ দশমিক ০১ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ফলাফলে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে মেয়েরা এগিয়ে রয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া ৬৩ হাজার ৬০৫ জন ছেলে শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০ হাজার ৯৯৪ জন, পাসের হার ৮০ দশমিক ১৭। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬৪৬ জন। আর ৬১ হাজার ৩৫৪ জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ১৩১ জন, পাসের হার ৮০ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৮৮ জন।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলার ফলাফল বিশ্লেষণে পাসের হারে শেরপুর জেলা এগিয়ে রয়েছে। এ জেলা থেকে ১৫ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ১৯৩ জন। পাসের হার ৮৩ দশমিক ১ শতাংশ। ময়মনসিংহ জেলা থেকে ৫৫ হাজার ৪৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৪০৫ জন, পাসের হার ৮০ দশমিক ০৫ শতাংশ। নেত্রকোনা জেলায় ২২ হাজার ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৮৭১ জন, পাসের হার ৭৯ দশমিক ৭৪ শতাংশ। জামালপুর জেলায় ৩১ হাজার ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৪ হাজার ৬৫৬ জন, পাসের হার ৭৮ দশমিক ৯৯ শতাংশ।

আর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চার জেলায় থেকে অংশ নেয়া ১ হাজার ২৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ২১টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করলেও ২টি প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার প্রথমবারে ১ লাখ ২৪ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করলেও মোট ২৪ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড