• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বশেমুরবিপ্রবি-র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক করোনায় আক্রান্ত

  গোপালগঞ্জ প্রতিনিধি

৩১ মে ২০২০, ১০:১৩
গোপালগঞ্জ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম টুটুল করোনায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার রাতে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মিকাইল ইসলাম টুটুল বর্তমানে কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য বলেন, গত বৃহস্পতিবার (২৮মে) মিকাইল ইসলাম টুটুলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। শুক্রবার রাতে তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তার শারীরিক তেমন কোন অসুবিধা নেই। মিকাইল ইসলাম টুটুলের বাড়িটি লকডাউন করে দেওয়া হয়েছে।

মিকাইল ইসলাম টুটুল বলেন, সরকার কর্তৃক সাধারণ ছুটি ঘোষনার পর থেকে আমি আমার গোপালগঞ্জ শহরের বাসায় ছিলাম। ইদের দুই দিন আগে কোটালীপাড়ার বাড়িতে আসি। ঈদের দিন থেকে একটু জ্বর জ্বর অনুভব করি। এরপর গত বৃহস্পতিবার পরীক্ষার জন্য নমুনা দেই। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয় আমার রিপোর্ট পজিটিভ এসেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর এই কর্মকর্তা সকলের কাছে দোয়া চেয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড