• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় পুলিশ ও চিকিৎসকসহ নতুন আক্রান্ত ১৩

  নওগাঁ প্রতিনিধি

৩০ মে ২০২০, ১২:৪৩
নওগাঁ
ছবি : সংগৃহীত

নওগাঁয় গত ২৪ঘন্টায় নতুন করে ৩জন পুলিশ সদস্য ও ১জন চিকিৎসকসহ ১৩জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর-এ-মোর্শেদ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে নওগাঁ সদরে কর্মরত ৩পুলিশ সদস্য ও সদর হাসপাতালের ১জন চিকিৎসকসহ ৯জন, পোরশা উপজেলায় ১জন, মান্দায় ১জন, ধামইরহাটে ১জন ও মহাদেবপুর উপজেলায় ১জন। করোনায় আক্রান্ত সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৮ জনকে। এদের মধ্যে বদলগাছি উপজেলায় ৫ জন এবং আত্রাই উপজেলায় ৩ জন।

কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে এ পর্যন্ত সর্বমোট হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৭ হাজার ৪শ ৯৩ জনকে। শুক্রবার পর্যন্ত ১৪ দিনের মেয়াদ শেষ হওয়ায় হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৬ হ্জাার ৫শ ৪৮ জনকে। বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৪৫ জন।

বর্তমানে হাসপাতালে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৬ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৩ জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড