• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

চন্দনাইশে একদিনে ১৩ জনের করোনা পজিটিভ

  চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম

৩০ মে ২০২০, ০৯:১২
চট্টগ্রাম
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ক্রমান্বয়ে বেড়ে চলছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২১ এপ্রিল চন্দনাইশে প্রথম রোগী হিসেবে ১০মাস বয়সী শিশু আবিদের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর গত ২৬ মে পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রাশেদ, দোহাজারী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার (চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন) ডা. শেখ সাদী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয়, সিএইচসিপি, এমএলএসসহ বিভিন্ন এলাকার মোট ১৫ জন করোনা রোগী শনাক্ত হয়।

গত ২৭ মে উপজেলা এলজিইডি অফিসের ১জন, শিক্ষা অফিসের ১জন ও ৪পুলিশ সদস্যসহ সর্বমোট ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ২৮ মে পজিটিভ শূন্য থাকলেও ২৯ মে নতুন করে আরও ১৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে বর্তমানে ভর্তি আছেন ১২ জন।

চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী জানান, "চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে এপর্যন্ত সর্বমোট ২৬৭ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা শেষে সর্বশেষ গত ২৯ মে ১৩ জনসহ সর্বমোট ৪০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

২৯ মে করোনা পজিটিভ হওয়া রোগীদের মধ্যে চন্দন দে ও হাবিবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড