• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে গায়ে গরম রডের ছ্যাঁকা!

  সারাদেশ ডেস্ক

২৮ মে ২০২০, ২২:১৯
স্ত্রীকে নির্যাতন
স্ত্রীকে গাছের সঙ্গে বেঁধে গায়ে গরম রডের ছ্যাঁকা! (প্রতীকী ছবি)

জয়পুরহাটে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে লিচু গাছের সঙ্গে বেঁধে শরীরের বিভিন্ন স্থানে গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ওই গৃহবধূর বাবা আইয়ুব আলী আক্কেলপুর থানায় মামলা করলে পুলিশ স্বামী শাকিল হোসেন এবং তার বড় ভাই (গৃহবধূর ভাসুর) আসলাম হোসেনকে গ্রেফতার করেছে।

এর আগে বুধবার (২৭ মে) রাতে জেলার আক্কেলপুর পৌর শহরের শ্রীকৃষ্টপুর স্কুলপাড়া মহল্লায় নির্যাতনের এ ঘটনা ঘটে।

স্থানীয় সাবেক ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে গৃহবধূ খাদিজা খাতুনকে (২০) তার স্বামী গাছের সঙ্গে বেঁধে গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দিচ্ছিল। এ সময় খাদিজার শ্বশুর-শাশুড়ি উপস্থিত থাকলেও ছেলেকে বাধা না দিয়ে উসকে দেয়। খাদিজার চিৎকারে প্রতিবেশীরা বাড়ির গেট ভেঙে তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

নির্যাতনের শিকার খাদিজা বলেন, ‘আমার তিন বছর আগে বিয়ে হয়েছে। সান্তাহারের লকু কলোনিতে আমার বাবার বাড়ি। স্বামী শাকিল হোসেন রাজমিস্ত্রির কাজ করে। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না। শ্বশুর-শাশুড়ির উসকানিতে সে বিভিন্ন সময় আমাকে মারধর করতো। বুধবার রাতে বাড়িতে ফিরে কোনও কিছু বুঝে ওঠার আগেই রান্না খারাপ হয়েছে বলে আমাকে মারধর করতে করতে লিচু গাছতলায় নিয়ে যায়। একপর্যায়ে আমাকে লিচু গাছের সঙ্গে হাত বেঁধে ফেলে। তখন শ্বশুর-শাশুড়ি উঠানে দাঁড়িয়ে ছিলেন। স্বামী গরম লোহার রড দিয়ে আমার দুই গালে, দুই হাতে ও পায়ে ছ্যাঁকা দিতে থাকে। যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি চিৎকার শুরু করি এবং জ্ঞান হারিয়ে ফেলি।’

বিষয়টিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক বলেন, ‘গৃহবধূর গাল, হাত ও পায়ে গরম ছ্যাঁকার ক্ষত রয়েছে। তার স্বামী এ কাজ করেছে বলে গৃহবধূ আমাদের জানিয়েছেন।’

ওই গৃহবধূর স্বামী শাকিল হোসেন বলেন, ‘দুই দিন আগে আমার মোবাইল ফোনে কল দিয়ে এক ছেলে বউয়ের সঙ্গে কথা বলতে চেয়েছিল। আজকে আবার ওই নম্বর থেকে মিসড কল এসেছিল। এ কারণে বউকে লিচু গাছের সঙ্গে বেঁধে নিড়ানি গরম করে ছ্যাঁকা দিয়েছি।’

আরও পড়ুন : পৃথিবীর আলো দেখার ২ মাসের মাথায় করোনার ভয়াল থাবায় শিশু

এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘এ ঘটনায় বৃহস্পতিবার গৃহবধূর বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। স্বামী শাকিল হোসেন ও ভাসুর আসলাম হোসেনকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড