• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরে করোনায় মারা গেলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার

  ফরিদপুর প্রতিনিধি

২৭ মে ২০২০, ১২:১৯
ফরিদপুর
মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আমিনুল ইসলাম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আমিনুল ইসলাম (৭০)। গতকাল মঙ্গলবার (২৬মে) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের বাড়ি ভাঙ্গা উপজেলার পৌর সদরের পশ্চিম হাশামদিয়া গ্রামে। স্ত্রী ও তিন মেয়ে রয়েছে তার। তাকে নিয়ে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সরকারি হিসেবে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেলো। যাদের মধ্যে অজ্ঞাত এক যুবক সহ আরো একজন প্রবীণ মুক্তিযোদ্ধা রয়েছেন।

আমিনুল ইসলামের ভাতিজা রাজিবুল হাসান বাবু বলেন, গত এক সপ্তাহেরও বেশি সময় তার চাচা করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন। এরপর উপজেলা হাসপাতালে গেলে তার করোনা পরীক্ষা করা হয়। করোনা ভাইরাস ধরা পরলে তাকে বাসাতে থেকেই চিকিৎসা নিতে পরামর্শ দেন ডাক্তার।

তিনি জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চাচার শ্বাসকষ্ট বেড়ে যায়। অনেক চেষ্টার পর একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে রাত ১১টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১২টা ১৫ মিনিটে মারা যান তিনি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে (ইনসেনটিভ কেয়ার ইউনিট) নিয়ে যাওয়া হয়েছিলো। কিন্তু ভেন্টিলেশনের (কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা) আগেই তিনি মারা যান।

ভাঙ্গার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহসিন ফকির জানান, গত ২৪ মে আমিনুল ইসলামের নমুনা সংগ্রহ করে ফরিদপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাতেই তার পজিটিভ রিপোর্ট আসে। পরে ২৫ মে ইদের দিনে তার বাড়িটি প্রশাসন লকডাউন করে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান বলেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের দাফন করা হবে। তার পরিবারের অন্যান্যদের শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। সাবেক এই মুক্তিযোদ্ধা কমান্ডার কিভাবে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সেব্যাপারে নির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

এর আগে গত ১৯ মে মঙ্গলবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ৮০ বছর বয়সী এক প্রবীণ মুক্তিযোদ্ধা মারা যান। তার আগের দিন সোমবারে আলফাডাঙ্গা উপজেলার ভূমি অফিসের সামনে আনুমানিক ৩৭ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধারের পর শরীরের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষার পর তারও কোভিড-১৯ ধরা পড়ে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড