• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইদের দিনে পটুয়াখালীতে গৃহবধূর আত্মহত্যা

  সারাদেশ ডেস্ক

২৫ মে ২০২০, ১৫:১১
আত্মহত্যা
আত্মহত্যা (প্রতীকী ছবি)

বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে ইদের দিন পটুয়াখালীর দশমিনা উপজেলায় মরিয়ম (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ মে) সকাল ৮টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম ওই গ্রামের আল-আমিনের স্ত্রী।

বেতাগী সানকিপুর ইউনিয়নের চেয়ারম্যান মসিউর রহমান বলেন, মরিয়ম নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে শুনেছি। বিষয়টি ভালো করে জানা নেই। তার স্বামীর নামও আমার জানা নেই।

স্থানীয় বাসিন্দা আবুল মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে মরিয়ম আত্মহত্যা করেছেন।

এ দিকে, দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, সকালে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়া এক গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে এখানে আনার আগেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ১০ মিনিটের ঝড় পাল্টে দিল ইদের সকাল, লণ্ডভণ্ড ঘরবাড়ি

বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জালাল উদ্দিন জানান, সকাল ৮টায় মাছুখালী এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মরদেহটি উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড