• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফরিদপুরের কয়েকটি গ্রামে পালিত হচ্ছে ইদুল ফিতর

  ফরিদপুর প্রতিনিধি

২৪ মে ২০২০, ১৫:৩০
ফরিদপুর
ইদের জামাত

ফরিদপুরের বোয়ালমারী, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার কয়েকটি গ্রামে আজ রবিবার উদযাপিত হচ্ছে পবিত্র ইদুল ফিতর। আজ সকালে এসব গ্রামে পবিত্র ইদুল ফিতরের নামাজও অনুষ্ঠিত হয়।

সৌদি আরবের সাথে মিল রেখে প্রতিবছরেই বাংলাদেশের সাধারণ মুসলমানদের একদিন আগেই এসব গ্রামে পালিত হয় ইদুল ফিতর। এরমধ্যে বোয়ালমারীর রূপাপাত ইউনিয়নের কাটাগড়, কলিমাঝি, দুর্যোগ, সহস্রাইল, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী ও শেখর ইউনিয়নের চারটি গ্রাম রয়েছে।

জানা গেছে, আজ রবিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে এসব গ্রামের বিভিন্ন মসজিদে পালিত হয় ইদুল ফিতরের নামাজ। পুলিশ প্রশাসনের পক্ষ হতে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জামাতে অংশ নেয়ার জন্য বলা হয়।

শেখর ইউনিয়নের চেয়ারম্যান ইসরাফিল মোল্যা বলেন, যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এসব এলাকার মানুষ এভাবে আমাদের একদিন আগেই ইদ পালন করে আসছে। তিনি জানান, এসব এলাকার বহু মানুষ চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখিল শরিফের অনুসারী। সেখানকার নিয়মানুযায়ী তারা হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখে পবিত্র ইদুল আযহা উদযাপন করে।

সৌদি আরবের সাথে মিল রেখে তারা আমাদের একদিন আগে থেকে রোজা পালনও শুরু করে বলে জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড