• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেহেরপুরে জ্বর-শ্বাসকষ্টে ফেরিওয়ালার মৃত্যু

  মেহেরপুর প্রতিনিধি

২৩ মে ২০২০, ১৭:২৬
করোনা
ছবি : সংগৃহীত

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে পলাশ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে ভুগছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. মোখলেছুর রহমান।

এলাকাবাসী জানান, বৃদ্ধ পলাশ হাড়ি-পাতিল ফেরি করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তার বাড়ি গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে।

আরও পড়ুন : জয়পুরহাটে বাবা-ছেলেসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত

মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. মোখলেছুর রহমান জানান, দুপুর ১২টার সময় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হন। ভর্তির ১০-১৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। এ জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড