• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইদের আগে জামিনে মুক্তি পেল ৯৭ বন্দি শিশু

  যশোর প্রতিনিধি

২৩ মে ২০২০, ১০:৩২
যশোর
ছবি : সংগৃহীত

ভার্চুয়াল আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেল যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৯৭ বন্দি। ইদের আগে তাদের জামিন দিয়েছেন দেশের বিভিন্ন শিশু ও কিশোর আদালতের বিচারক। শুক্রবার (২২ মে) আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র আসার পর তারা মুক্তি পান।

করোনা দুর্যোগের কারণে সুপ্রিম কোর্টের নির্দেশনায় ১২ মে থেকে দেশের বিভিন্ন জেলায় ভার্চুয়াল আদালতের মাধ্যমে জামিন শুনানির কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট আইনজীবী তাহমিদ আকাশ জানিয়েছেন, ঈদের আগে ভার্চুয়াল আদালতে আবেদন করে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে ৯৭ বন্দির জামিন পাওয়া গেছে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সাইকোস্যোশাল কাউন্সিলর মুশফিকুর রহমান জানান, সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি ও সমাজ সেবার অধিদপ্তরের বিশেষ উদ্যোগে এ জামিন আবেদন করা হয়। জামিনপ্রাপ্ত শিশুদের তার অভিভাবকের হাতে তুলে দেয়া হচ্ছে। আরো কিছু শিশুকে এ জামিনের আওতায় আনতে উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জামিন প্রাপ্তরা রাজশাহী, রংপুর ও বরিশাল ও খুলনা বিভাগের ২৭টি জেলার বাসিন্দা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড