• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

হতদরিদ্র ৩৪০ পরিবারে নগদ অর্থ সহায়তা দিলেন পরিকল্পনামন্ত্রী

  সুনামগঞ্জ প্রতিনিধি

২২ মে ২০২০, ১১:৫৭
পরিকল্পনামন্ত্র্রী এম এ মান্নান
অর্থ সহায়তা দিয়েছেন পরিকল্পনামন্ত্র্রী এম এ মান্নান (ছবি : দৈনিক অধিকার)

দক্ষিণ সুনামগঞ্জের ৮টি ইউনিয়নের হতদরিদ্র ৩৪০টি পরিবারের মাঝে নগদ ৫ লক্ষ টাকা অর্থ সহায়তা দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা পরিষদের প্রাঙ্গণে এ অর্থ সহায়তা দেন তিনি।

এ সময় পরিকল্পনামন্ত্রী বলেন, মহামারি করোনা পরিস্থিতি মোকাবিলায় আল্লাহকে স্মরণ করুন। প্রধানমন্ত্রী এই দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। দেশের মানুষ যেন কষ্ট বুঝতে না পারে সেজন্য ঘরে ঘরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খাদ্য পৌছে দেয়া হচ্ছে।

তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকতে হবে। আপনারা ঘরে থাকুন। আমরা খাদ্য পৌঁছে দিবো। শেখ হাসিনা থাকতে কাউকে না খেয়ে থাকতে হবে না।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমদ, পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জেলা কৃষকলীগের সদস্য মাসুক মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড