• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুলাউড়ায় সরকারিভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন

  কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার

২০ মে ২০২০, ১৭:৫২
মৌলভীবাজার
কুলাউড়া উপজেলা খাদ্য বিভাগের তত্বাবধানে বোরো ধান সংগ্রহ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা খাদ্য বিভাগের তত্বাবধানে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মে) উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী খাদ্য গুদাম প্রাঙ্গণে উপজেলার ভাটেরা ইউনিয়নের প্রান্তিক কৃষক জাহাঙ্গীর আলম এর কাছ থেকে ১ টন ধান ক্রয় করে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।

খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রেজার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিনয় কুমার দেব, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ভুকশিমইল ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মনির প্রমুখ।

জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলা কৃষি অফিসের তালিকাভূক্ত ২৪০০ জন কৃষকের মধ্যে গত ৭ মে উপজেলা পরিষদ সভাকক্ষে লটারির মাধ্যমে ৮৪৭ জন কৃষক বাছাই সম্পন্ন করা হয়। বাছাইকৃত কৃষকদের কাছ থেকে সরকারী নির্ধারিত মূল্যে টন প্রতি ২৬ হাজার টাকা মূল্যে সরকারী খাদ্য গুদামে জনপ্রতি এক টন করে ধান ক্রয় করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ১১২৯ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে খাদ্য অফিসসুত্রে জানা গেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড