• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওষুধ ছাড়াই করোনাকে জয় করলেন স্বাস্থ্যকর্মী জাবের

  এস আর অনি চৌধুরী, কুলাউড়া, মৌলভীবাজার

১৯ মে ২০২০, ১১:১৫
কুলাউড়া
স্বাস্থ্যকর্মী আহমেদুল কবির জাবের

নোভেল করোনা ভাইরাস, বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টিকারী এই করোনা ভাইরাস এখন বাংলাদেশেরও অবস্থা করে দিয়েছে ব্যাপক খারাপ। দেশে প্রতিনিয়ত বাড়ছে করোনা রোগী ও মৃতের সংখ্যা। আর দেশব্যাপী করোনায় আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, পুলিশ থেকে শুরু করে সাংবাদিকরাও।

তবে এবার মহামারি করোনাভাইরাসের সাথে টানা ২২ দিন যুদ্ধ করে ওষুধ ছাড়াই জয়ী হলেন মৌলভীবাজারের কুলাউড়ার স্বাস্থ্যকর্মী আহমেদুল কবির জাবের। তিনি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হিসেবে কর্মরত রয়েছেন। দুই-তিন দিনের মধ্যে দায়িত্বে ফিরে যেতে প্রত্যয় ব্যাক্ত করেন জাবের।

আহমেদুল কবির জাবের বলেন, করোনা পজিটিভ খবর পাওয়ার আমাদের সমাজের অনেকের করোনা আক্রান্ত ব্যাক্তি নিয়ে প্রতিক্রিয়াশীল মনোভাবের কারণে একটু মানসিকভাবে দুর্বল হয়ে পড়লেও নিজের আত্মবিশ্বাস হারাননি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তা নুরুল হকস্যারসহ সহকর্মী ও ভাই বন্ধুরা আমাকে সাহস জাগিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার মাধ্যমে এখন আমি পুরোপুরি সুস্থ। কিছুদিনের মধ্যে আমি আবার কর্মস্থলে যোগদান করবো । আমার পরিবারও সুস্থ।

কিভাবে সুস্থ হলেন জানতে চাইলে করোনা জয়ী স্বাস্থ্যকর্মী আহমেদুল কবির জাবের দৈনিক অধিকারকে জানান, হালকা জ্বর জ্বর অনুভব হওয়ায় ২৫ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রথম স্যাম্পল দিয়েছিলাম। পরে ৫ মে আমার রিপোর্ট পজিটিভ আসে। আর এই ৫ তারিখ থেকেই আমি বাসায় আইসোলেশনে থাকি।

আমার রিপোর্টে কোন উপসর্গ না থাকায় আমি কোনো ধরনের ঔষধ পান না করে শুধু ঊর্ধ্বতন কর্মকর্তা নুরুল হক স্যারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি।

তিনি আরও জানান, নিয়মিত রোযা রাখছি, নামাজ পড়ছি। এবং আদা, লং, দারুচিনি, লেবু দিয়া রং চা পান করেছি ও ভিটামিন সি জাতীয় ফলফ্রুট খেয়েছি।

তিনি বলেন, কেউ করোনা আক্রান্ত হলে আমার এই নির্দেশিকা মেনে চললে ইনশাআল্লাহ করোনা মুক্ত হবেন।

এদিকে করোনা থেকে পুরোপুরি সুস্থ হয়ে রবিবার (১৭ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সেখানে তাঁর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল ডাক্তার, সকল স্বাস্থ্যকর্মী ও সহকর্মীরা জাবেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নুরুল হক বলেন, যেহেতু জাবেরের কোন উপসর্গ ছিলোনা তাই হোম আইসোলেশনে স্বাস্থ্যবিধি মেনে সে এখন পুরোপুরি সুস্থ এবং আবারো নিজ দায়িত্ব পালন করতে আগ্রহী।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। ৫ মে তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাকে নিজ বাসায় আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়।

এরপর ৫ মে পুনরায় জাবেরসহ তার পরিবারের সকল সদস্যদের দেহ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। ১৬ মে জাবেরসহ তার পরিবারের সকলের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড