• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

১২০ পরিবারকে ঈদ উপহার দিল 'বর্ণালী বেলকুচি' 

  অধিকার ডেস্ক

১৬ মে ২০২০, ২১:০৮
অধিকার
ছবি : সংগৃহীত

লকডাউনে ঘর বন্দি কর্মহীন মানুষের মধ্যে অগ্রিম ঈদ আনন্দ পৌঁছে দিয়েছে 'বর্ণালী বেলকুচি' ( মাটির ঘ্রাণে, শেকড়ের টানে) স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (১৬ মে) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রান্ধুনি বাড়ি আলিমুদ্দিন ওসমান গণি উচ্চ বিদ্যালয় মাঠে দিনমজুর, গরিব-অসহায়, সুবিধাবঞ্চিত ১২০ পরিবারকে সেমাই, চিনি, দুধ, সুগন্ধি চাল, বিতরণ করা হয়।

সুষ্ঠু পরিবেশে নিরাপদ দূরত্ব বজায় রেখে সাহায্য পেয়ে এলাকার মানুষের চোখে মুখে আনন্দের অভিব্যক্তি ফুটে ওঠে।

'বর্ণালী বেলকুচি'র প্রতিষ্ঠাতা সদস্য হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমতউল্লাহ।

বিশেষ অতিথি রাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ , আলিমুদ্দিন ওসমান গনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলামসহ সংগঠনের সকল কার্যনির্বাহী সদস্যগণ।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষ চরম অসুবিধায় জীবনযাপন করলেও আমরা শুরু থেকেই এসব মানুষের মুখে হাসি ফোটাতে সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

ঈদ উপহার পেয়ে ভ্যানচালক আবুল হোসেন বলেন, আমরা খুব সমস্যার মধ্যে আছি এরা মাঝেমধ্যে আমাদের চাল, ডাল দেয় এতে অনেক খুশি আমরা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড