• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বরগুনায় আইসোলেশনে দায়িত্বরত নার্স করোনায় আক্রান্ত

  সারাদেশ ডেস্ক

১৪ মে ২০২০, ১০:০৯
বরগুনা
ছবি : সংগৃহীত

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্বরত এক সিনিয়র স্টাফ নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৩ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ জন।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নার্স কয়েক ধাপে বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে দায়িত্ব পালন করেছেন। করোনা পজিটিভ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করছিলেন। তবে তাকে আইসোলেশনে নেয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, ইতোমধ্যেই ওই নার্সকে আইসোলেশনে নেয়া হয়েছে। এছাড়াও তার সংস্পর্শে থাকা আরও দুই নার্সকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরগুনায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ জন। এদের মধ্যে মৃত্যুবরণ করেছেন দুইজন। আর ২৬ জন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড