• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাঙ্গামাটিতে নতুন ৪ নার্সের করোনা শনাক্ত

  নিজস্ব প্রতিবেদক

১৪ মে ২০২০, ০৮:৫২
রাঙ্গামাটি
ছবি : সংগৃহীত

রাঙ্গামাটিতে নতুন করে চার নার্সের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১৩ মে) রাত ১১টার দিকে রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত নার্সদের সবাই রাঙ্গামাটি সদর হাসপাতালে কর্মরত। এর আগে সন্ধ্যায় রাঙ্গামাটি সদর হাসপাতালের একজন চিকিৎসক, বাইরে প্র্যাকটিস করা আরেকজন চিকিৎসক এবং বিলাইছড়িতে দুইজন এবং রাজস্থলীতে আরেকজনের করোনাভাইরাস শনাক্ত হয়। পরে রাতে সদর হাসপাতালের চার নার্সের করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এ নিয়ে জেলায় একদিনে সর্বোচ্চ ৯ জনের করোনা শনাক্ত হলো। সন্ধ্যায় পজিটিভ রিপোর্ট আসা পাঁচজনের নমুনা পরীক্ষা করা হয়েছিল চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে। আর রাতে পজিটিভ রিপোর্ট আসা চার নার্সের নমুনা চট্টগ্রামের বিআইটিআইডিতে পরীক্ষা করা হয়েছিল।

এর আগে জেলায় গত ৬ মে চারজনের করোনা শনাক্ত হয়। পরে ১২ মে আরেকজনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সব মিলিয়ে রাঙ্গামাটিতে ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড