• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোপালগঞ্জে শিশুসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত

  গোপালগঞ্জ প্রতিনিধি

১২ মে ২০২০, ০০:১৫
করোনায় আক্রান্ত
গোপালগঞ্জে শিশুসহ নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত (প্রতীকী ছবি)

গোপালগঞ্জে নতুন করে ৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।

আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ১৭ জন বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ১ জন, কাশিয়ানী উপজেলায় শিশুসহ ৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ২ জন রয়েছেন।

সোমবার (১১ মে) সন্ধ্যায় গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের গোপালগঞ্জ সদর হাসপাতাল, কাশিয়ানী ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। এছাড়া আক্রান্তদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করার পাশাপাশি আক্রান্ত পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হবে।

আরও পড়ুন : করোনায় ভেঙেচুরে যাওয়া পৃথিবীর খুব কাছেই নতুন ‘ব্লাকহোল’ আবিষ্কার!

উল্লেখ্য, জেলাব্যাপী আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় মুকসুদপুর থানার ১৮ পুলিশ সদস্য ও এক ডাক্তারসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১১ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১১ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় এক নার্সসহ ২ জন রয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড