• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়পুরহাটে নতুন করে ৫ জনের করোনা শনাক্ত

  জয়পুরহাট প্রতিনিধি

১০ মে ২০২০, ১২:৫৬
জয়পুরহাট
ছবি : সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ২ জন, সদর উপজেলায় ২ জন ও আক্কেলপুর উপজেলায় ১ জনসহ জেলায় ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩ জনে।

শনিবার বিকেলে ঢাকার আইইডিসিআরে থেকে পাঠানো রিপোর্টে ৩ জন ও শনিবার রাতে ২ জনসহ ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেলিম মিঞা।

করোনা আক্রান্তরা সদর উপজেলার মা-সাত মাস বয়সী ছেলে সন্তান দেবরাইল (লালিপাড়া) গ্রামের বাসিন্দা, আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়নের চেয়ারম্যানের পুত্রবধূ। পাঁচবিবি উপজেলার ২৪ বছর বয়সী নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টস কর্মী বিনশিরা গ্রামের বাসিন্দা ও ৩৩ বছর বয়সী গাজীপুর ফেরত গোড়না আদর্শপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রশাসন ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ১০ দিন আগে ঢাকার যাত্রাবাড়ী থেকে দেবরাইল (লালিপাড়া) গ্রামে আসে পরিবারটি,আসার পর স্বাস্থ্য বিভাগ থেকে তাদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়, তারপর কাপড় কেনা-কাটাকে কেন্দ্র করে অভিমান করে মা তার সাত মাস বয়সী ছেলে সন্তান নিয়ে যাত্রাবাড়ী চলে গেছে এছাড়াও বিনশিরা গ্রামের গার্মেন্টস কর্মী বেতন উত্তোলনের জন্য নারায়ণগঞ্জে গেছে।

আওলাই ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য শাহ আলম জানান, নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টস কর্মীর নমুনা ০১ তারিখে সংগ্রহ করা হয়েছে, তিনদিনের মধ্যে রিপোর্ট না আসায় সে বেতনের জন্য নারায়ণগঞ্জে গেছে তাকে খবর দেওয়া হয়েছে, আজকের মধ্যে সে জয়পুরহাটে আসবে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় বলেন, মা তার সাত মাস বয়সী ছেলে সন্তান পারিবারিক কলহের জের ধরে যাত্রাবাড়ী চলে গেছে, যাত্রাবাড়ী থানাতে খবর দেওয়া হয়েছে তারা যেন মা ও ছেলেকে যাত্রাবাড়ী আইসোলেশন সেন্টারে ভর্তি করায় এবং তার স্বামীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন (টিটিসি) তে রাখা হয়েছে।

জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, শনিবার দুই দফায় ৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে এর মধ্যে ৫ জনের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। তাদেরকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইন্সটিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশনে (সেফ অতিথিশালা) পাঠানো হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড