• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডাকাতদল রড দিয়ে দরজা ভেঙে ঘরে ডুকে

  শরীয়তপুর প্রতিনিধি

০৭ মে ২০২০, ০৯:৪৭
শরীয়তপুর
ফোরহাদ হাওলাদারের বাড়ি

শরীয়তপুর সদর উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের কীর্তিনগর নিবাসী ফোরহাদ হাওলাদারের বাড়িতে ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করেছে গ্রামবাসী।

মঙ্গলবার দিবাগত রাত প্রায় বারোটার দিকে বাবু খা ও জাহাঙ্গীর মাদবর নামের দুই যুবককে ডাকাতি করে পালানোর সময় ধরে ফেলে।

পরে স্থানীয়রা সন্তোষপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে ঐ দুই যুবককে আটক করে নিয়ে যায়।

বুধবার তাদের পালং মডেল থানায় স্থানান্তর করা হয়।

ভুক্তভোগী ফোরহাদ হাওলাদার বলেন, ডাকাত বাবু খা পিতা, এমদাদ খা, জাহাঙ্গীর মাদবর পিতা, ঈমাম মাদবর তাদের বাড়ি বিনোদপুর ইউনিয়নের জনুল্লা মাদবর কান্দি এলাকায়। তারা আনুমানিক রাত সাড়ে বারোটার দিকে ডাকাতদল রড দিয়ে দরজা ভেঙে ঘরে ডুকে। তাদের সাথে আরো ৫/৭ জন ছিলো। এরপর আমার ছোটো ছেলে মেয়েকে জিম্মি করে স্টিলের আলমারি খুলে দুইটি স্বর্ণের চেইন, ৫৫ হাজার টাকা নিয়ে যায়।

এছাড়া ঘর দরজা রামদা দিয়ে কোপায়। এক পর্যায়ে চিৎকার করলে এলাকার মানুষ বের হয়ে আসে এবং দুজনকে আটক করে পুলিশে দেই।

প্রতিবেশী লুৎফর রহমান বলেন, হঠাৎ করে ধামধুম শব্দ শোনতে পেয়ে ঘর থেকে বের হয়ে আসি এসে দেখি ফোরহাদ হাওলাদারের ঘর পিটচ্ছে, বাহিরে চারটি মটর সাইকেল রাস্তায়, তিনটি সাইকেল হুটহাট করে চলে যায়, একটি মটর সাইকেল আমরা ধরে রাখি এবং দুইজনকে আটক করি।

এরপর ফাঁড়ির পুলিশ খবর দিয়ে তাদের হাতে তুলে দেই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, চিল্লাচিল্লি সোরগোল শুনে ছুটে এসে দেখি গ্রামের মানুষ দুইজন ডাকাত ধরেছে। পরে জানতে পারি তাদের বাড়ি বিনোদপুর।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন দৈনিক অধিকারকে বলেন, খবর পেয়ে সন্তোষপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বাবু খান ও জাহাঙ্গীর নামের দুই যুবককে উদ্ধার করে, আমরা বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড