• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ঈশ্বরদীতে কয়েলের আগুনে পুড়লো একটি পরিবারের স্বপ্ন

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

০৫ মে ২০২০, ০৯:১১
ঈশ্বরদী
আগুনে পুড়ে যাওয়া গরু ও ছাগল

ঈশ্বরদীতে গোয়ালঘরে মশা তাড়াতে জ্বালানো কয়েলের আগুনে দুটি গরু ও চারটি ছাগল পুড়ে মরে গেছে।

সোমবার (৪ মে) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া ইসলামপাড়া গ্রামের শমসের প্রামাণিকের ছেলে ঝন্টু প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবার রাতে গরু-ছাগলগুলো বাড়ির গোয়ালঘরে বেঁধে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে মশা তাড়ানোর কয়েল থেকে গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে গোয়াল ঘরে থাকা দুটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভান।

ক্ষতিগ্রস্ত ঝন্টু প্রামাণিক বলেন, ‘লোণ নিয়ে দুটি গরু ও চারটি ছাগল কিনেছিলাম। আর কয়েক মাস পরই গাভীটির বাচ্চা দেওয়ার কথা। এঁড়ে গরুটি সামনের কোরবানী ঈদে বিক্রি করার কথা ছিল। আমার এই আয়েই চলতো ছেলেমেয়েদের লেখাপড়া। এছাড়াও চারটি ছাগলও বড় হয়ে গিয়েছিল। আমি পাওয়ার ট্রলি চালিয়ে কোনো রকমে ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে জীবনযাপন করি। আগুনে আমার সব স্বপ্ন পুড়ে যাওয়াতে একেবারেই যে নিঃস্ব হয়ে গেলাম।’

এ ব্যাপারে উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, ‘গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে গোয়াল ঘরসহ দুটি গরু ও চারটি ছাগল আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি প্রায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান বলেন, ‘ঘটনাটি বেশ দুঃখজনক। বিষয়টি পাবনা জেলা প্রশাসককে অবগত করা হয়েছে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড