• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শৈলকুপার কাঁচেরকোলে কর্মহীনদের পাশে বিবিসি ক্লাব 

  শৈলকুপা প্রতিনিধি

২৮ এপ্রিল ২০২০, ২২:০৪
খাদ্যসামগ্রী
খাদ্যসামগ্রী

দেশে করোনার প্রাদুর্ভাবে কর্মসংকটে পড়েছে দরিদ্র দিনমজুর নিম্নবিত্তদের খেটে খাওয়া সাধারণ মানুষ। এ সমস্ত কর্মহীন খেটে খাওয়া মানুষদের মাঝে ঝিনাইদহের শৈলকুপার কাচেঁরকোল ইউনিয়নের বৃত্তিদেবী রাজনগর গ্রামের (বিবিসি) বৃত্তিপাড়া ব্রীজ ক্লাব নিত্যপণ্য খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

জানা যায়, বিবিসি ক্লাবের উদ্যোগে ক্লাবটির সদস্য মাজহারুল ইসলাম রাজা গত শনিবার থেকে গ্রামের চাকুরীজীবিদের থেকে আর্থিক সহায়তা নিয়ে যথাসাধ্য চেষ্টায় ১১০টি খাদ্য প্যাকেজ তৈরি করেন এবং ক্লাবের সদস্যরা বিভিন্ন এলাকায় ঘরে ,ঘরে গিয়ে এই নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ক্লাবের অন্যতম সদস্য বাংলাদেশ ছাত্রলীগ, কাঁচেরকোল ইউনিয়ন শাঁখার সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া সুমন জানান, প্রথম পর্যায়ে আমাদের (বিবিসি) বৃত্তিপাড়া ব্রিজ ক্লাবের পক্ষ থেকে ১১০টি প্রকৃত হতদরিদ্র দিনমজুর প্রতিটি পরিবারে মাঝে চাউল ৯ কেজি ,আলু ৩ কেজি, ডাউল ৫০০ গ্রাম ছোলা , ৫০০ গ্রাম চিনি , ৫০০ গ্রাম লবন , ১ কেজি মুড়ি , ১ লিটার তৈল পৌছে দিয়েছি।

এ সময় আরো জানান, মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য, একজন মানুষ হিসেবে যদি অসহায়ের পাশে সামান্য খাদ্য সামগ্রী পৌছে দিতে পারি সেটাই আমাদের সফলতা।

খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মাজহারুল ইসলাম রাজা,আহব্বায়ক সিরাজুল ইসলাম টিপু, যুগ্ন আহবায়ক মামুন খান, যুগ্ন আহবায়ক মেহেদি হাসান রয়েল,যুগ্ন আহবায়ক ইমরান ইলাহি , যুগ্ন আহবায়ক তিমির, যুগ্ন আহবায়ক সাইফুল রানা, জাকারিয়া সুমন, রেজাউল করিম, মিরাজ মোর্শেদ, শফিকুল, বাতাস, রাফিসহ প্রমুখ।

বিবিসি ক্লাবের সকলের প্রচেষ্টায় কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড