• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নড়াইল ডিসি সহকারী ও পৌর কাউন্সিলরসহ করোনা আক্রান্ত ১০

  নড়াইল প্রতিনিধি

২৬ এপ্রিল ২০২০, ১৫:১৪
নড়াইল
ছবি : সংগৃহীত

নড়াইল জেলা প্রশাসকের অফিসের গোপনীয় সহকারী, লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সের স্বামীসহ তিনজন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) তাদের শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। এ নিয়ে নড়াইল জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দশ। এরমধ্যে সদর উপজেলায় একজন ও লোহাগড়ায় উপজেলায় নয় জন। নড়াইলের সিভিল সার্জন ডা: মো: আবদুল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন ।

জেলা প্রশাসক আনজুমান আরা জানান, তার অফিসের গোপনীয় সহকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, নড়াইল জেলা প্রশাসকের গোপনীয় সহকারী, লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সের স্বামীর করোনা উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে রোববার তাদের শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। এর আগে শনিবার (২৫ এপ্রিল) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দাঁতের টেকনিশিয়ানের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে। এছাড়া গত মঙ্গলবার (২১ এপ্রিল) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসকসহ একজন স্টাফের করোনা উপসর্গ দেখা দিলে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হলে পরীক্ষা শেষে বুধবার (২২ এপ্রিল) তাদের পাঁচজনের শরীরে করোনা সংক্রমণের পজিটিভ রেজাল্ট আসে।

সিভিল সার্জন ডা: মো: আবদুল মোমেন জানান, নড়াইল সদর উপজেলায় একজন, লোহাগড়া উপজেলায় ৯জনসহ জেলায় মোট ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো। করোনা আক্রান্ত জেলা প্রশাসকের গোপনীয় সহকারী, লোহাগড়া পৌরসভার সাবেক কাউন্সিলর, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সের স্বামী, চার ডাক্তার, দাঁতের টেকনিশিয়ানসহ এক স্টাফের শারীরিক অবস্থা এখনো স্বাভাবিক পর্যায়ে রয়েছে। বর্তমানে তারা সবাই হোম কোয়ারেন্টিনে আছেন। সর্বপ্রথম গত ১৩ এপ্রিল লোহাগড়া পৌরসভার পার ছাতড়া এলাকার সৈয়দ সুজন আলীর (২৫) শরীরে করোনাভাইরাস পরীক্ষার ফলাফলে পজিটিভ রেজাল্ট আসে। করোনায় আক্রান্ত সুজন বর্তমানে সুস্থ বলে জানান সিভিল সার্জন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড