• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাজীপুরে মামলা তুলে নিতে বাদীকে হুমকির অভিযোগ

  গাজীপুর সদর প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২০, ১৪:৫৭
গাজীপুর
যুবলীগ নেতা মজিদ

গাজীপুরে যুবলীগ নেতা মজিদ হত্যাচেষ্টা মামলার আসামিরা মামলা প্রত্যাহার করে নেয়ার হুমকি দিয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে ওই মামলার বাদী মজিদ মিয়ার ছেলে কলেজ ছাত্র মেহেদী হাসান সাংবাদিকদের এ অভিযোগ করেন।

মামলার প্রধান আসামি সাইদুর রহমানসহ তার লোকজন বাদী মেহেদীকে মামলা তুলে নিতে নানাভাবে ওই হুমকি দেয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৫ আগস্ট গাজীপুর সদরের পূর্ব ডগরী গ্রামে এক অনুষ্ঠানকে কেন্দ্র করে ওই এলাকার যুবক সাইদুর রহমান, জাকির হোসেন, সুরুজ মিয়া, ইয়ার উদ্দিনহ কজন দা দিয়ে কুপিয়ে যুবলীগ নেতা মজিদ মিয়াকে হত্যার চেষ্টা চালায়। মজিদ মিয়া (৪৩) সদরের মির্জাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি। তারা মজিদের মাথা ও শরীরের নানা স্থানে জখম করে। এ ঘটনায় মজিদ মিয়ার ছেলে কলেজ পড়ুয়া মেহেদী হাসান বাদী হয়ে জয়দেবপুর থানায় পরদিন মামলা করেন (নং-৩)। মামলার প্রধান আসামি সাইদুর রহমানকে পুলিশ আটক করে আদালতে পাঠায়। পরে সে কারাবাস করে।

মামলার বাদী মেহেদী হাসান অভিযোগ করেন, মামলা আপোষ রফা নতুবা প্রত্যাহার না করলে আসামিরা তাকেও হামলা করতে পারে। মামলার অপর আসামি জাকির হোসেন সাজানো মামলায় জড়িয়ে হয়রানি করবে বলেও হুমকি দিচ্ছে যা বাদী জানান। তিনি আরো জানান তার পিতা মজিদ মিয়া ( যুবলীগনেতা) বর্তমানে শয্যাশায়ী। মামলার আসামি সাইদুর রহমান বাদীর ওই অভিযোগ মিথ্যা বলে জানান। মামলার আসামি সাইদুর, জাকির হোসেনদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে এলাকার লোকজন জানালেন।

জয়দেবপুর থানার এসআই আলমগীর হোসেন জানান, হুমকি দেয়ার বিষয়টি অবগত হয়েছি।

উল্লেখ্য, মজিদ হত্যাচেষ্টার ঘটনাটি ওই সময় বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড