• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

খুলনায় উপকূলীয় এলাকায় বিকল্প ওয়াপদা ভেঁড়িবাঁধের উদ্বোধন

  খুলনা প্রতিনিধি

২৩ এপ্রিল ২০২০, ২০:৪৮
খুলনা
ভেঁড়িবাঁধের নির্মাণ কাজের উদ্বোধন

খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ২২নং পোল্ডারের কালিনগর নদী ভাঙ্গন স্থানে ভয়াবহ ক্ষতিগ্রস্ত ওয়াপদা ভেঁড়িবাঁধের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভাঙ্গন এলাকায় বিকল্প ওয়াপদা ভেঁড়িবাঁধের উদ্বোধন করেন খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল, ইউপি সদস্য আশীষ কুমার হালদার, চ লা রানী মণ্ডল, ক্ষতিগ্রস্ত সংশ্লিষ্ট জমির মালিক পরিতোষ হালদার সহ এলাকাবাসী।

খুলনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, আগামীকাল শুক্রবার হতে বিকল্প ওয়াপদা ভেঁড়িবাঁধের কাজ শুরু হবে। এর ফলে এলাকার কালিনগরে ওয়াপদা ভেঁড়িবাঁধ ভাঙ্গন এর আর ভয় থাকবে না।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল জানান, বিকল্প ওয়াপদার ভেঁড়িবাঁধ কাজের উদ্বোধন হওয়ায় এলাকায় খুশির আমেজ বইছে। এবিষয়ে সংশ্লিষ্ট এমপি, খুলনা জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড