• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত

  গাজীপুর প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২০, ১১:০২
কাপাসিয়া
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন হাসপাতালের ভিতরে কাজ করেন এবং বাকী ৬ জন হাসপাতালের বাইরে কাজ করেন। আক্রান্ত সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে।

হাসপাতালের সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ২জন নার্স, ১ জন সহকারী নার্স, ১ জন স্টোর কিপার, ৭ জন হিসাব রক্ষক রয়েছে। হাসপাতালের বাইরে কাজ করেন এমন স্বাস্থ্য সহকারী ৬ জন আক্রান্ত হয়েছেন। তাদের সকলকে প্রাথমিক অবস্থায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাদের শারীরিক অবস্থা বিবেচনা করে ঢাকায় পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সালাম সরকার জানান, উপজেলায় বুধবার(১৬ এপ্রিল) মোট ১৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্য বিভাগের ১৩ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। হাসপাতালের কাজকর্ম কিভাবে চালানো হবে, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড