• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

কৃষককে মারধরের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

  সারাদেশ ডেস্ক

১৫ এপ্রিল ২০২০, ১৯:৩৯
ফাইল ছবি
ফাইল ছবি

সরকারি হট লাইন ‘৩৩৩’ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চাওয়ায় শহিদুল ইসলাম নামে এক কৃষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার অপর দুই আসামি হলেন- ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজা এবং রুবেল।

বুধবার দুপুরে ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম লালপুর থানায় এ মামলা করেন।

অপরদিকে, ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে কারণদর্শানো নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, লালপুরের ৯ নং অর্জুনপুর বরমহাটি (এবি) ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়ে। গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরে গত ১০ এপ্রিল সরকারি হটলাইন নম্বর ‘৩৩৩’তে ফোন করে খাদ্য সহায়তা চান। দুই দিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে তাকে ডেকে এনে মারধর করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পুলিশ সুপার জানান, ত্রাণ চাওয়ার কারণে কৃষক শহিদুল ইসলামকে মারধর করায় লালপুর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড