• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তথ্য গোপন করে হসপিটালে করোনা চিকিৎসা

  সারাদেশ ডেস্ক

১৪ এপ্রিল ২০২০, ১১:০৪
নোয়াখালী
ছবি : সংগৃহীত

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হসপিটালকে করোনাভাইরাসে আক্রান্ত এক প্রবাসীর তথ্য গোপন করায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

তিনি জানান, রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়ে আগামী ১৪ দিন এ হসপিটাল লকডাউন থাকবে।

জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইতালি প্রবাসী মোরশেদ আলম (৪৫) করোনায় আক্রান্ত হয়ে গত ৫ এপ্রিল প্রাইম হসপিটালে ভর্তি হয়ে ৫০৪ নম্বর রুমে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ৯ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী থেকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

কিন্তু প্রাইম হসপিটাল কর্তৃপক্ষ এবং করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া প্রবাসীর স্বজনরা এ ঘটনার আগে ও পরে তথ্য গোপন করে। ফলে ওই হসপিটালকে আগামী ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো। একই সঙ্গে প্রতিষ্ঠানটি খালি করে জীবানুমুক্ত করে সকল চিকিৎসক, নার্স ও কর্মচারীদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড