• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তরুণদের উপহার পৌঁছে যাচ্ছে দুস্থ্যদের ঘরে 

  নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২০, ২১:১৮
খাদ্যসামগ্রী
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে কতিপয় উদ্যোমী তরুণ এলাকার অসহায়-দুস্থ, গরীব ও দিনমজুর শ্রেণির মানুষের ঘরে উপহার (ত্রাণ) সামগ্রী পৌঁছে দিচ্ছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন। ফলে ঘরবন্দী হয়ে পড়েছে সাধারণ মানুষ। এই সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অসহায়-দুস্থ, দিনমজুর শ্রেণির মানুষ। এসব অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি বা ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসেছে সমাজের অনেকেই।

ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের নায়ড়া গ্রামের মোঃ তুহিন হোসেন, মোঃ কামরুজ্জামান ছিন্টু, মোঃ ফারুক হোসেন মন্টু, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শামীম আহমেদ ও এলাকার তরুণদের ব্যক্তিগত অর্থায়নে ১০০টি পরিবারের মাঝে ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ৪৫০ গ্রাম সয়াবিন তেল, ৫০০ গ্রাম পেঁয়াজ, ১টি লাইফবয় সাবান প্রদান করা হয়।

এ উদ্যোগের অন্যতম মোঃ তুহিন হোসেন বলেন, করোনা সংকটে সাধারণ মানুষের পাশে আমরা আমাদের সাধ্যমত দাঁড়ানোর চেষ্টা করছি, আমাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। খুব শীঘ্রই আরো ১০০ পরিবারের মাঝে আমরা আমাদের উপহার সামগ্রী প্রদান করব।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক শামীম আহমেদ সংকট মোকাবিলায় প্রতিটি এলাকার তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানান।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড