• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ময়মনসিংহে নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিক করোনা সনাক্ত

  ময়মনসিংহ প্রতিনিধি

১৩ এপ্রিল ২০২০, ১১:৫৪
ময়মনসিংহ
মাইক্রোবায়োলজি বিভাগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নারায়ণগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসা এক গার্মেন্টস নারী কর্মী (২২)’র করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। ‘অ’ আদ্যা অক্ষর নামের ওই নারী শ্রমিক নারায়ণগঞ্জ থেকে বোনের সাথে গত ৭ এপ্রিল গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর-বনগাঁও গ্রামে আসেন। পরে জ্বর, গলা ব্যথা ও কাশিতে আক্রান্ত হলে উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদল তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠান। নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় এ বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরই ওই নারীর বাড়িসহ গোটা ইউনিয়ন লকডাউন করেছে প্রশাসন।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল হুদা খান জানান, ‘জ্বর,গলা ব্যথা ও কাশিতে আক্রান্ত ওই নারীর করোনা সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দল আঠারবাড়ি ইউনিয়নের একটি গ্রাম থেকে ওই পোশাক শ্রমিকের শরীরের নমুনা গত ১১ এপ্রিল সংগ্রহ করে। পরে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হলে তাতে পজিটিভ আসে। শনাক্ত হওয়া ওই রোগীকে এসকে হাসপাতালের আইসোলেশনে পাঠানোর প্রস্তুতি চলছে।’

এদিক করোনায় আক্রান্ত ওই নারীর পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মাস ধরে ওই নারী নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন। গত ৭ এপ্রিল তিনি কর্মস্থল থেকে নিজের বোনের সাথে গ্রামের বাড়িতে আসার পর থেকে জ্বর, গলা ব্যথা ও কাশিতে আক্রান্ত হলে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদল তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মমেকে পিসিআর ল্যাবে ল্যাবে পাঠান। এতে করোনা পজিটিভ আসে।’

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জ ফেরত ওই নারীর শরীরে করোনা শনাক্ত হওয়ায় আঠারবাড়ি ইউনিয়ন লকডাউন করা হয়েছে।’

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম এ ব্যাপারে বলেন, ‘ময়মনসিংহ মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে রবিবার (১২ এপ্রিল) ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ৯২ জনের সংগৃহীত নমুনা পরীক্ষা করে চার জনের করোনা ভাইরাস সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক নারী, জামালপুরে একজন এবং নেত্রকোনায় দুই জনের কোভিড-১৯ পজিটিভ হয়।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড